পাইথনের ভাগ নিয়ে সিম্পল কিছু আলোচনা। সাধারণত পাইথনে যখন ভাগ করা হয় তখন ভাগফল floating point আকারে প্রকাশ পায়। যেমন নিচের কোডটিকে যদি আমরা রান করি
x = 10 y = 2 result = x / y print(result)
তাহলে ভাগফল আসবে 5.0 এখন আমরা যদি চাই ভাগফলে দশমিকের পরে শূণ্য আসবে না, পূর্ণ 5 সংখ্যাটাই আসবে তাহলে সেটাকে integar নাম্বার হিসেবে সিলেট করে দিতে হবে। সেটা কীভাবে?
x = 10 y = 2 result = int( x / y ) print(result)
এবার কোডটিকে রান করলে সেটা পূর্ণ সংখ্যা 5 হিসেবে প্রকাশ পাবে।
ভাগশেষ বের করতে হলে % ব্যবহার করতে হয়। যেমন, 10/3 এর ভাগশেষ জানতে হলে নিচের কোড রান করতে হবে
x = 10 y = 3 result = x % y print=(result)
কোডটি রান করে দেখুন, ভাগশেষ দেখাচ্ছে 1
আপনি যদি পাইথনে ভাগফল এবং ভাগশেষ দুটো একইসাথে দেখতে চান তাহলে সেটা হবে divmod দিয়ে। যেমন নিচের কোডটি রান করুন
x = 10 y = 3 result = divmod (x, y) print(result)
এবার দেখুন ভাগফল এবং ভাগশেষ একইসাথে (3, 1) আকারে দেখাচ্ছে।
Reply