উবুন্টুতে টার্মিনালের মাধ্যমে ফোল্ডার এবং ফাইল তৈরী করা
উবুন্টুতে টার্মিনালের মাধ্যমেই ফোল্ডার, ফাইল তৈরী করা যায়। এই কাজ অবশ্য মাউস দিয়ে রাইট ক্লিক করেও করা যায়, কিন্তু তাতে আসলে তেমন ভাব থাকে না। আর গরীবেরতো ভাবই সম্বল 😋 আসুুুুুন আমরা শিখে নিই কীভাবে টার্মিনাল দিয়ে এসব করা যায়।
Reply